মালদা

ছেলেকে ফিরে পাওয়ার দাবীতে গাজোলে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

ছেলেকে ফিরে পাওয়ার দাবীতে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গাজোল ব্লকের পান্ডুয়া অঞ্চলের গোলঘর এলাকার মানুষজন। তাদের দাবী একটাই ছেলেকে পরিবারের হাতে ফিরিয়ে দিক প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত পথ অবরোধ চলছে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গাজোলের পান্ডুয়া অঞ্চলের গোলঘর এলাকার এক যুবক রিঙ্কু সিংহ এলাকার একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরে। কিন্তু এই সম্পর্কের কথা ওই মেয়ের বাবা দাশু মণ্ডল জানতে পেরে ওই যুবককে প্রানে মারার হুমকি দেয়। সেই মতো মঙ্গলবার রাতে দাশু মণ্ডল সহ প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দুষ্কৃতি দল ওই গ্রামে ঢুকে রিঙ্কুর বাড়িতে হামলা চালায়। পরিবারের সকলকে মারধর করার পাশাপাশি রিঙ্কুকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর থেকে রিঙ্কুকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রাতেই এই ঘটনায় গাজোল থানায় অভিযোগ জানানোর পর, ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও যুবককে উদ্ধার করতে পারেনি পুলিশ। আর এই কারনেই এদিন সকাল থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গোলঘর এলাকার মানুষজন। যদিও অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে গাজোল থানার পুলিশ এসে আশ্বাস দিলেও অবরোধ তুলতে অস্বীকার করেন গ্রামবাসীরা। তাদের একটাই দাবী যে করে হোক পুলিশ ওই যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিক।

    এদিকে এই ঘটনায় ঝুম্পা সিংহ নামে ওই অপহৃত যুবকের বৌদি অভিযোগ করে বলেন, এদিন রাতে দুষ্কৃতিরা হঠাৎ করে বাড়িতে চরাও হয়। পরিবারের সকলকে ব্যাপক মারধর করার পর তার দেওরকে তুলে নিয়ে চলে যায়। এই ঘটনায় তিনি দাশু মণ্ডলকে অভিযুক্ত করেন। তাদের একটাই দাবী যে করেই হোক রিঙ্কুকে পরিবারের হাতে তুলে দিক।

    এই ঘটনায় এলাকার এক মহিলা মাধবি সিংহ জানান, রাতেই এই ঘটনার অভিযোগ থানায় জানানো হলেও ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাই তারা বাধ্য হয়েই এদিন পথ অবরোধ করেছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/8zAFL0icRfE